০৩ হাতির কবরখানা
ফ্রেডি লম্বার্ড যেখানে ভাড়া থাকে সেখানে এক ব্যক্তি হঠাৎই খুন হয়ে গেলেন! জানা গেল, মৃত ব্যক্তি একদা কঙ্গোয় কাজ করতেন! পরে জানা গেল, তিনি নাকি হাতির দাঁতের ব্যবসা করতেন, বা সোজা কথায় হাতির দাঁতের চোরাচালানে যুক্ত ছিলেন। সেই জন্যই কি খুন? উনি কি হাতির কবরখানার হদিস জানতেন? কথায় বলে, মরা হাতি লাখ টাকা! এমন হাতির কবরখানা পেয়ে গেলে কেমন হয়?
30th September, 2024 7:42 PM
Comments
No Comments!